ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আইপিএলে মুস্তাফিজের ৯.২ লাখ রুপি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন মিথুন

আবুধাবিতে গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে পরে ভারতের কিছু উগ্রপন্থী নেতার চাপের কারণে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশি এই পেসারকে ছেড়ে দিতে বাধ্য হয় কলকাতা।

বিষয়টি নিয়ে সরাসরি ক্রিকেটারদের মুখ খোলার সুযোগ কম ছিল, তবে ভেতরে ভেতরে যোগাযোগ চালানো হয়েছিল বলে জানিয়েছেন ক্রিকেটার ও ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিথুন।

মিথুন জানান, মুস্তাফিজের পাওনা টাকার বিষয়টিও তারা বিবেচনা করেছেন। তিনি বলেন, আমরা মুস্তাফিজের সঙ্গে আলোচনা করেছি এবং ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি। যদি মুস্তাফিজ চায়, তাদের লিগ্যাল অ্যাডভাইজারের মাধ্যমে বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিপূরণ নেওয়া সম্ভব। তবে পুরোটা ব্যবস্থা করা সম্ভব নয়, যতটুকু সম্ভব ব্যবস্থা নেওয়া হবে।

পরে মুস্তাফিজ নিজেই অনুৎসাহিত করেন। মিথুন বলেন, মুস্তাফিজ আমাদের বলেছেন, ভাইয়া, আপাতত থাকুন। প্রয়োজন হলে আমি জানাব। এজন্য আমরা আর বিষয়টি এগিয়ে নেই।

কোয়াব সভাপতি আরও বলেন, আমরা চাই খেলোয়াড়দের সেফটি ও সিকিউরিটি নিশ্চিত হোক। এই দায়িত্ব পুরোপুরি ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে, কেন খেলবে না? এত বড় ইভেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব বোর্ডের। রাজনৈতিক অস্থিতিশীলতা খেলায় প্রভাব ফেলবে না। খেলাটাকে রাজনীতির সঙ্গে মেশানো উচিত নয়।

সংবাদটি শেয়ার করুন