ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

গুঞ্জনের অবসান, নতুন প্রেমে শন মেন্ডেজ

কয়েক সপ্তাহের জল্পনা-কল্পনার পর অবশেষে নিজের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনলেন কানাডিয়ান পপ তারকা শন মেন্ডেজ। লস অ্যাঞ্জেলেসে ব্রাজিলিয়ান মডেল ও অভিনেত্রী ব্রুনা মারকুইজিনের সঙ্গে তার ঘনিষ্ঠ মুহূর্ত সামনে আসতেই আলোচনায় আসে বিষয়টি। পরে এসব খবরে সিলমোহর দেন মেন্ডেজ নিজেই, নিশ্চিত করেন—তারা প্রেমের সম্পর্কে রয়েছেন।
ই! নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের একটি সুপার শপে কেনাকাটার সময় একসঙ্গে দেখা যায় এই জুটিকে। সেখানে একাধিকবার তাদের পরস্পরকে আলিঙ্গন করতে দেখা গেছে। পুরো সময়জুড়েই দুজনকে বেশ স্বাচ্ছন্দ্যপূর্ণ ও হাসিখুশি লাগছিল। কখনো কখনো গায়ক শন মেন্ডেজকে অভিনেত্রী ব্রুনার পেছন থেকে তাকে জড়িয়ে ধরতেও দেখা যায়, যা উপস্থিত অনেকের নজর কাড়ে।
এর আগেই গত ডিসেম্বরে প্রথমবারের মতো এই দুই তারকার প্রেমের গুঞ্জন শোনা যায়। তখন তাদের একসঙ্গে ব্রাজিলে ছুটি কাটাতে দেখা গিয়েছিল। ‘স্টিচেস’ খ্যাত এই গায়কের ক্ষেত্রে এটিই প্রথম প্রকাশ্যে স্বীকৃত প্রেমের সম্পর্ক বলে ধারণা করা হচ্ছে, বিশেষ করে ২০২৩ সালে বিগ ব্রাদার ইউকে–এর প্রাক্তন প্রতিযোগী চার্লি ট্র্যাভার্সের সঙ্গে তার সম্পর্কের খবর প্রকাশের পর।
অন্যদিকে ব্রুনা মারকুইজিন অভিনয়ের পাশাপাশি পরিচিত মুখ ব্রাজিলের তারকা ফুটবলার নেইমারের সাবেক প্রেমিকা হিসেবেও। ২০১২ সাল থেকে নেইমারের সঙ্গে তার প্রেমের সম্পর্ক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। মাঝখানে একাধিকবার সম্পর্কের টানাপোড়েন হলেও দীর্ঘ সময় একসঙ্গে ছিলেন তারা। শেষ পর্যন্ত ২০১৮ সালে সেই সম্পর্কের ইতি টানেন ব্রুনা ও নেইমার।
সব মিলিয়ে, অতীতের অধ্যায় পেছনে ফেলে শন মেন্ডেজ ও ব্রুনা মারকুইজিন এখন নতুন সম্পর্কের পথে হাঁটছেন। ভক্তদের চোখ এখন এই নতুন তারকা জুটির ভবিষ্যৎকে ঘিরেই।

সংবাদটি শেয়ার করুন