ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ইরানে বিক্ষোভকারীদের কঠোর হুঁশিয়ারি দিলেন খামেনি

ইরানের অর্থনৈতিক সংকট ও মুল্যস্ফীতির বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দেশের বিভিন্ন শহরে দ্রুত ছড়িয়ে পড়েছে। সাধারণ মানুষ সরকারি নীতি ও খামেনি সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছে।

বৃহস্পতিবার রাত থেকে রাজধানী তেহরানসহ অন্য শহরগুলোতে হাজার হাজার মানুষ সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয় এবং স্লোগান দিতে থাকে। তেহরানের মেয়রের বরাতে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিক্ষোভকারীরা ৪২টির বেশি সরকারি গাড়ি ও অন্তত ১০টি সরকারি ভবনে আগুন দিয়েছে।

বিক্ষোভ দমনে শুক্রবার ইরান কর্তৃপক্ষ দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়। ফোন যোগাযোগও প্রায় পুরোপুরি অসম্ভব হয়ে পড়েছে। অনেক ফ্লাইট বাতিল এবং অনলাইন সংবাদ পোর্টালগুলো কার্যকরভাবে আপডেট করছে না।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি আজ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন। তিনি তাদের সরাসরি যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগ তুলেছেন। খামেনি বলেন, “বিদেশি ভাড়াটেদের কোনো ছাড় দেওয়া হবে না। আমরা কখনোই পিছু হটব না।”

খামেনি তার ভাষণে ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের কথা স্মরণ করিয়ে বলেন, ইসলামী প্রজাতন্ত্র শতশত শহীদের রক্তের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি নাশকতার মুখে কোনোভাবেই নড়বড়ে হবে না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে জানিয়েছেন যে, প্রতিবাদকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া জানাবে।

সংবাদটি শেয়ার করুন