বয়স এখন ৪০ পেরিয়ে গেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। আগামী মাসে ৪১ বছরে পা দেবেন পর্তুগিজ ফরোয়ার্ড। তবে থেমে যাওয়ার কোনো লক্ষণ নেই আল-নাসরের মহাতারকার। বরং ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের বছরেই তিনি ছয়টি বড় রেকর্ড গড়ার দিকে এগোচ্ছেন।
চলুন এক নজরে দেখে নেওয়া যাক সেই রেকর্ডগুলো:
১/ এক হাজার গোলের মাইলফলক: সৌদি প্রো লিগে গতকাল আল-নাসরের হয়ে একটি গোল করেছেন রোনালদো। তার ক্যারিয়ারের মোট গোলসংখ্যা এখন ৯৫৮। এক হাজার গোলের দোরগোড়ায় পৌঁছতে তিনি আরও ৪২টি গোল করতে হবে।
২/ চার দেশের লিগ জেতা ফুটবলার: ইংল্যান্ড, স্পেন ও ইতালির লিগ জিতেছেন রোনালদো। এবার সৌদি প্রো লিগ জিতলে চার ভিন্ন দেশের লিগ জয়ী ফুটবলারদের তালিকায় নাম উঠবে তার। যদিও লিগের শুরুতে উড়ন্ত সূচনা করা আল-নাসর, শেষ তিন ম্যাচে দুই হার ও এক ড্র’তে টেবিলের দুইয়ে নেমেছে, তবে রোনালদোর আত্মবিশ্বাস তাতে কমেনি।
৩/ ছয় বিশ্বকাপে গোল: ২০২৬ বিশ্বকাপে যদি গোল করেন, তিনি হবেন প্রথম খেলোয়াড় যিনি ছয়টি বিশ্বকাপে গোল করেছেন। এই রেকর্ড ভাঙার সুযোগ এখনো কারোর নেই। লিওনেল মেসিও খেলার সুযোগ পাবে, কিন্তু ২০১০ সালে গোল না থাকার কারণে রেকর্ডে নাম উঠবে না।
৪/ দুই’শ পেনাল্টি গোল: আল-কাদসিয়ার বিপক্ষে ৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করার মাধ্যমে রোনালদোর পেনাল্টি গোল সংখ্যা দাঁড়ালো ১৮১। মাত্র ১৯টি পেনাল্টি গোল করলে তিনি হবেন প্রথম খেলোয়াড় যিনি দুই’শ পেনাল্টি গোল করবেন।
৫/ আল-নাসরের সর্বোচ্চ গোল করা বিদেশি খেলোয়াড়: ২০২৩ সালের জানুয়ারিতে আল-নাসরে যোগ দেওয়ার পর রোনালদোর গোল সংখ্যা এখন ১১৪। ক্লাবের সর্বোচ্চ বিদেশি গোলদাতা আবদুর রাজ্জাক হামদাল্লাহর গোল সংখ্যা ১১৫। আর মাত্র দুই গোল করলেই রোনালদো এই রেকর্ড নিজের করে নেবেন।
৬/ ৩০ বছরের পর পাঁচশ গোল: ৩০ বছর বয়স পার করার পর তার গোল সংখ্যা ৪৯৫। পাঁচ গোল করলেই তিনি হবেন প্রথম ফুটবলার যিনি ৩০ বছরের পর ৫০০ গোলের মাইলফলক স্পর্শ করবেন।
রোনালদো এখনও ফুটবলের পরিসরে তার প্রাচীনত্ব ও পারফরম্যান্সের প্রতীক, এবং ২০২৬ সাল তার জন্য নতুন ইতিহাসের সূচনা হতে চলেছে।




