জয়পুরহাটে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ইয়ানূর হোসেন (৩৫) নামের ওই যুবদল কর্মী পাঁচবিবি উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। হামলায় তার সাথে থাকা সহযোগী আব্দুল মোমিনও গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর ও মোমিন বাড়ি ফেরার সময় পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়ায় হামলার মুখে পড়েন। তাদের চিৎকারের শব্দে গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কিন্তু পথেই ইয়ানূর মারা যান। মোমিনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ইয়ানূর সম্প্রতি এলাকার এক মসজিদের ওয়াজ মাহফিলের টাকার হিসাব দেখছিলেন। একই এলাকার মোস্তফার সঙ্গে এই হিসাব নিয়ে বিবাদ হয়। এর জেরে দু’গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।
পাঁচবিবি থানার ওসি আব্দুল হাফিজ মো. রায়হান জানান, মসজিদের হিসাব-নিকাশ সংক্রান্ত বিরোধে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তবে পুলিশ সব দিক বিবেচনা করে তদন্ত করছে। ইতোমধ্যে ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে। শুক্রবার বিকালে সোহেল নামে একজনকে গ্রেফতারও করেছে পুলিশ তবে নিহতের পরিবার এখনো মামলা দায়ের করেনি।




