ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে সাক্ষাৎটি অনুষ্ঠিত হয়। দুই পক্ষের মধ্যে সৌজন্যপূর্ণ আলাপচারিতা হয়েছে।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে সাক্ষাতের সময় তোলা একটি ছবি পোস্ট করে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, বিকেলে গুলশানস্থ বিএনপি চেয়ারম্যান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।




