ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ী হয়ে দেশের নেতৃত্ব দেবে বিএনপি: দুলু

নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের রাজনীতিতে এখন সময় এসেছে তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার।

তিনি বলেন, বিএনপির নেতৃত্ব এখন শহীদ জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য সন্তান তারেক রহমানের হাতে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে দেশের নেতৃত্ব দেবে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দেশ পরিচালনা করবেন।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকালে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে গণ অধিকার পরিষদ নাটোর জেলা শাখা আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, আমাদের দায়িত্ব হলো তারেক রহমানের নেতৃত্বকে সবমুখীভাবে সমর্থন করা। তারেক রহমান সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছেন, যা তাকে দেশের কার্যকর ও যোগ্য নেতা হিসেবে প্রতিপন্ন করছে।

সভায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ নাটোর জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সাগর, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন, যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় সংসদের সহসভাপতি নুর হোসাইন সুমন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় নেতাকর্মীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদের নিজস্ব কোনো প্রার্থী না থাকায় তারা বিএনপি প্রার্থী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এতে নাটোর-২ আসনে দলের শক্তি আরও সুদৃঢ় হবে এবং নির্বাচনে জয় নিশ্চিত করতে সাহায্য করবে।

সংবাদটি শেয়ার করুন