তুরস্কে চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় জনপ্রিয় ড্রামা সিরিজ ‘কিলজিলজিক শেরবেতি’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা দোহুকান গুঙ্গরকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চলমান তদন্তের অংশ হিসেবেই তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সম্প্রতি তুরস্কজুড়ে পরিচালিত একাধিক অভিযানে গণমাধ্যম, শিল্পকলা ও ব্যবসায়িক খাতের বেশ কয়েকজন পরিচিত ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। যাচাই-বাছাই শেষে অনেককে ছেড়ে দেওয়া হলেও কয়েকজনের বিরুদ্ধে তদন্ত এখনও অব্যাহত রয়েছে।
তবে দোহুকান গুঙ্গরের বিরুদ্ধে আনা নির্দিষ্ট অভিযোগ সম্পর্কে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তুর্কি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তদন্তের স্বার্থে শোবিজ ও অন্যান্য খাতের শীর্ষ পর্যায়ের একাধিক ব্যক্তিকেও সাময়িকভাবে হেফাজতে নেওয়া হয়েছে।
১৯৯৬ সালের ১ জুলাই আঙ্কারায় জন্ম নেওয়া দোহুকান গুঙ্গর বেকেন্ট বিশ্ববিদ্যালয়ে অভিনয় বিষয়ে পড়াশোনা করেন। তিনি ধ্রুপদী ও আধুনিক উভয় ধরনের থিয়েটারে কাজ করেছেন। তার উল্লেখযোগ্য মঞ্চাভিনয়ের মধ্যে রয়েছে ‘ওথেলো’, ‘বিজিম কোয়ুন আদেতি’ এবং ‘হিক কিমসেনিন ওইকুসু’ (কারো গল্প নয়)। টেলিভিশন সিরিজ ‘ওয়ান লাভ’-এ অভিনয়ের মাধ্যমেও দর্শকমহলে প্রশংসা কুড়ান তিনি।
এর আগে এই অভিযানের অংশ হিসেবে হ্যাবারতুর্ক টিভির প্রধান সম্পাদক মেহমেত আকিফ এবং সংবাদ উপস্থাপক এলা রুমেসা সেবেসিকেও গ্রেফতার করা হয়েছিল। গত অক্টোবর থেকে শুরু হওয়া এই অভিযান মূলত সংগীতশিল্পী, অভিনেতা, সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার ও ব্যবসায়ীদের নিয়ে গড়ে ওঠা একটি মাদক চক্র ভাঙার লক্ষ্যে পরিচালিত হচ্ছে। তদন্তের অংশ হিসেবে সন্দেহভাজনদের নিয়মিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ফরেনসিক পরীক্ষার জন্য রক্ত ও চুলের নমুনাও সংগ্রহ করা হচ্ছে।




