ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সারাদেশে যেমন থাকবে আবহাওয়া

সারাদেশে রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শুক্রবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াসহ রংপুর ও রাজশাহী বিভাগের মোট ১৬টি জেলার ওপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা সাময়িকভাবে প্রশমিত হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়া অফিসের তথ্যমতে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া থাকবে শুষ্ক। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এলাকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে, যা যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।

এ ছাড়া রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে, তবে দিনের বেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সংবাদটি শেয়ার করুন