ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালকের মন্তব্য-ক্ষুব্ধ কোয়াব

বাংলাদেশ ক্রিকেটে নতুন করে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ হিসেবে অভিহিত করে দেওয়া তার মন্তব্যে দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এই মন্তব্যের বিরুদ্ধে সরব অবস্থান নিয়েছে ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

এক বিবৃতিতে কোয়াব জানায়, সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য আমাদের নজরে এসেছে। আমরা এতে স্তব্ধ, বিস্মিত ও ক্ষুব্ধ।

কোয়াবের মতে, জাতীয় দলের সাবেক অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং তা পুরো ক্রিকেট সমাজকে অপমান করে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের ইতিহাসের অন্যতম সফল ওপেনার, যিনি দেশের হয়ে টানা ১৬ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তাঁকে নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন বক্তব্য চরম নিন্দনীয়। এটি শুধু তামিম ইকবালের ক্ষেত্রেই নয়, দেশের যেকোনো ক্রিকেটারকে নিয়ে এ ধরনের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য।

কোয়াব মনে করে, এমন বক্তব্য ক্রিকেটারদের সম্মান ও মর্যাদার পরিপন্থী এবং এটি গোটা ক্রিকেট অঙ্গনের জন্য উদ্বেগজনক বার্তা বহন করে।

কোয়াব জানিয়েছে, ইতোমধ্যে বিসিবি সভাপতির কাছে একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে, একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন প্রকাশ্য মঞ্চে এমন মন্তব্য করেন, তখন বিসিবির আচরণবিধি নিয়েও প্রশ্ন ওঠে।

সংগঠনটি সংশ্লিষ্ট পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছে। কোয়াব আশা প্রকাশ করেছে, বিসিবি সভাপতি দ্রুত ও উপযুক্ত ব্যবস্থা নেবেন।

সংবাদটি শেয়ার করুন