পাবনা-১ ও ২ আসনের নির্বাচন স্থগিত রাখার বিষয়ে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হচ্ছে, তা সত্য নয় বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শুক্রবার ইসির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, নির্বাচনের স্থগিত সংক্রান্ত যে খবরটি ছাপা হচ্ছে, সেটি সঠিক নয়। তিনি অনুরোধ করেছেন, এ ধরনের সংবাদ প্রচার বন্ধ রাখা হোক।
এর আগে শুক্রবার সকালে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদের সূত্রে গণমাধ্যমে খবর আসে, যে সীমানা সংক্রান্ত জটিলতার কারণে আপিল বিভাগের আদেশে পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখা হয়েছে। তবে ইসি স্পষ্ট করে জানিয়েছে, এই তথ্যের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত হয়নি।




