ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনী পরিবেশ খুবই ভালো: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড (সমান প্রতিযোগিতামূলক পরিবেশ) নিশ্চিত করতে সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, নির্বাচনী পরিবেশ এতদূর পর্যন্ত খুবই ভালো রয়েছে এবং দৃশ্যমান এমন কোনো ঘটনা ঘটেনি, যা বলার সুযোগ দেবে যে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। দুই-একজনের মন্তব্য সত্ত্বেও, এখন পর্যন্ত ছোট-বড় সকল দলের জন্য সমান সুযোগ তৈরি হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এসব কথা বলেন শফিকুল আলম।

তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, যেখানে সকল ধর্ম ও বর্ণের মানুষ একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে—এটাই আমাদের প্রত্যাশা। তবে সম্প্রতি কিছু অজুহাতে মাজারে হামলার ঘটনা ঘটেছে, যা তিনি অত্যন্ত নিন্দনীয় বলে অভিহিত করেন।

এর আগে সকালে তিনি নগরীর জুবলী রোডে অবস্থিত বুড়া পীরের মাজার এবং ঘাট এলাকার হজরত শাহ সুফী সৈয়দ কালু শাহ (রহ.)-এর মাজার পরিদর্শন করেন।

মাজারের নিরাপত্তা নিয়ে প্রেস সচিব জানান, আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল বৃদ্ধি পেয়েছে। মাজারগুলোর নিরাপত্তা জোরদার করা হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ছে, যাতে ধর্মীয় স্থানগুলোতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

সংবাদটি শেয়ার করুন