ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে সমস্যা নেই’

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হওয়ার পর জবাবদিহিতা দিতে বা কাঠগড়ায় দাঁড়াতে কোনো সমস্যা হবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ৫৪ বছরের জঞ্জাল এক দেড় বছরের সরকারের পক্ষে পরিষ্কার করা সম্ভব নয়। এ সময় যতটুকু সম্ভব কাজ করা হয়েছে। তাই দায়িত্ব ছাড়ার পর জবাবদিহিতা দিতে বা আদালতে হাজির হতে কোনো সমস্যা থাকবে না।

শুক্রবার (৯ জানুয়ারি) সকালে কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) অনুষ্ঠিত “বাংলাদেশের পরিবেশ সংস্কার: প্রয়োজনীয়তা ও করণীয়” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

উপদেষ্টা রিজওয়ানা বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদাহরণ হিসেবে পলিথিন নিষিদ্ধের আইন কার্যকর করা হয়েছে। এছাড়া সেন্টমার্টিনে নিষেধাজ্ঞা দেওয়ার ফলে প্রাণবৈচিত্র্য পুনরুদ্ধার হয়েছে, যা পরিবেশ সংস্কারের অন্যতম সাফল্য। তিনি জানান, চারটি নদী এবং ২০টি খাল দূষণকারী ৭৫০টি শিল্প প্রতিষ্ঠান শনাক্ত করা হয়েছে, এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও যোগ করেন, বায়ুদূষণ রোধে নেওয়া অন্তর্বর্তী সরকারের উদ্যোগ যদি আগামী তিন বছর বজায় রাখা যায়, তাহলে দূষণ অনেকটাই কমানো সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন