সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশ সরকার বিমান পরিবহন বাবদ ২ কোটি ৩০ লাখ টাকা খরচ করেছে করোনা ভাইরাস উপদ্রুত চীনের হুবেই প্রদেশের উহান থেকে ৩১২ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে। একটি বিশেষ ফ্লাইটে ১ ফেব্রুয়ারি দুপুরে তাদের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়। বর্তমানে তাদের রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত বছর ৩১ ডিসেম্বর উহানে প্রথম করোনা ভাইরাস দেখা দেয়। চীন উহান শহরটিকে অবরুদ্ধ করে কারণ বসবাসরত মানুষের মাঝে রোগটি দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। হুবেই প্রদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বাংলাদেশি শিক্ষার্থীরা সেখানে আটকা পড়ে যায়। তারা দেশে ফেরার জন্য চীনের বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে সরকারের কাছে আবেদন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবেদন পাওয়ার সাথে সাথেই দ্রুত তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রেসকিউ ফেরি ফ্লাইট (বিজি-৭০০২ বিশেষ ফ্লাইট) চীনে পাঠানো হয় সেখানে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনতে।
১৪ দিন সময় লাগে করোনা ভাইরাস সংক্রামক এবং আক্রান্ত ব্যক্তির উপসর্গ দেখা দিতে। যার কারণেই রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে থাকার ব্যবস্থা করা হয়েছে উহান থেকে আসা বাংলাদেশিদের। বর্তমানে সেখানে তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা দেখাশোনা করছে তাদের। সরকার কর্তৃক নিযুক্ত ডাক্তাররা তাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষাসহ সার্বক্ষণিক তত্ত্বাবধান করছেন।
আনন্দবাজার/এস.কে