পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রাত ২টার দিকে তাজিকিস্তান-শিনজিয়াং সীমান্তে ১৫৯ কিলোমিটার গভীরে এই কম্পন আঘাত হানে বলে জানিয়েছে পাকিস্তান আবহাওয়া অধিদফতর (পিএমডি)।
ইউরোপিয়ান-মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, মোমেন্ট ম্যাগনিটিউড স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৩ এবং এর উৎপত্তিস্থল তাজিকিস্তান, যেখানে ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ১৪০ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, এই ভূমিকম্প পাকিস্তান, তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানসহ চারটি দেশে অনুভূত হয়েছে। গণমাধ্যম খবরে বলা হয়েছে, ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
পাকিস্তান তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত—অ্যারাবিয়ান, ইউরো-এশিয়ান ও ভারতীয় প্লেট। এই কারণে দেশটির পাঁচটি ভূমিকম্পপ্রবণ অঞ্চল রয়েছে। একাধিক ফল্ট লাইনের সংযোগ থাকায় ভূ-কম্পন এখানে নিয়মিত ঘটনা।
এর আগে, গত বছরের অক্টোবরে করাচিতে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। তার এক মাস আগে খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছিল।




