ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় মানতে হবে যেসব নির্দেশনা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত পরীক্ষা আজ শুক্রবার দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে। বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলবে এ পরীক্ষা। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের সব জেলায় একযোগে এই পরীক্ষা নেওয়া হচ্ছে।

এবারের পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী। সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর পরীক্ষার্থীদের জন্য একাধিক কঠোর নির্দেশনা জারি করেছে।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা শুরু হওয়ার অন্তত এক ঘণ্টা আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত হতে হবে। দুপুর ২টা ৩০ মিনিটে কেন্দ্রের সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হবে। এরপর কোনো অবস্থাতেই কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার ঠেকাতে এবার পরীক্ষার্থীদের উভয় কান উন্মুক্ত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে তল্লাশির সময় কান পরীক্ষা করতে টর্চলাইট ব্যবহার করা হবে।

পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ, যেকোনো ধরনের ঘড়ি বা অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। এসব সামগ্রী সঙ্গে পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে পরীক্ষার্থীকে বহিষ্কারসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র এবং মূল জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সঙ্গে রাখা বাধ্যতামূলক। উত্তরপত্রের ওএমআর শিট পূরণে কালো কালির বলপয়েন্ট কলম ব্যবহার করতে হবে।

নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি পরীক্ষাকেন্দ্র এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রার্থীদের কোনো ধরনের দালাল বা অসাধু চক্রের সঙ্গে লেনদেন না করার জন্য কঠোরভাবে সতর্ক করেছে।

সংবাদটি শেয়ার করুন