ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের নাম ‘শহীদ ওসমান হাদি হল’ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নাম ‘ক্যাপ্টেন সীতারা বেগম হল’ করার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান।
এই সিদ্ধান্ত পরবর্তীতে চূড়ান্তভাবে সিনেটে পাশ হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
তিনি দৈনিক আনন্দবাজারকে বলেন, সিন্ডিকেটে নাম পরিবর্তনের সুপারিশ করা হয়েছে। এখন এই সিদ্ধান্ত সিনেটে যাবে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।




