ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারকে বেকায়দায় ফেলতে মুছাব্বির হ’ত্যা: মির্জা ফখরুল

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যার পেছনে বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিব্রত করার উদ্দেশ্য রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ ঘটনাকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (আজ) বিকেলে দেওয়া এক শোকবার্তায় তিনি এই প্রতিক্রিয়া জানান। এ সময় তিনি মুসাব্বির হত্যাকাণ্ডকে অমানবিক ও নৃশংস আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এর আগে বুধবার রাতে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসনব্যবস্থার পতনের পর একটি কুচক্রী মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নৈরাজ্যের মাধ্যমে ফায়দা লুটতে সক্রিয় হয়েছে। মুসাব্বিরকে নির্মমভাবে হত্যা সেই অপতৎপরতারই একটি ভয়াবহ বহিঃপ্রকাশ। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে। এসব দুর্বৃত্তকে কঠোর হাতে দমন করা ছাড়া কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠা, ভোটাধিকার নিশ্চিতকরণ এবং মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ওঁত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্ট শক্তির দোসররা ফের মাথাচাড়া দিয়ে দেশের অস্তিত্বকে হুমকির মুখে ফেলতে পারে।

শোকবার্তার শেষাংশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুসাব্বির হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন