ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাবাসী আয়ে সুবাতাস, সাত দিনে এলো ৯০ কোটি ডলার

চলতি মাসের জানুয়ারির প্রথম সাত দিনে প্রবাসী বাংলাদেশিরা বিদেশ থেকে দেশে পাঠিয়েছেন ৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স। স্থানীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) এটি প্রায় ১১ হাজার ৬৫ কোটি টাকার সমান।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড আগে ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকে কেন্দ্র করে এসেছে, যা ছিল ৩২৯ কোটি (৩.২৯ বিলিয়ন) ডলার। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মে মাসে, যা ২৯৭ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে।

সদ্য বিদায়ী বিজয়ের মাস ডিসেম্বর সেই দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ডকেই ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছিলো। পুরো ডিসেম্বর মাসে দেশে এসেছে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার বা প্রায় ৩৯ হাজার ৩৬৫ কোটি টাকা।

সংবাদটি শেয়ার করুন