প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, দেশের ২৯৫টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ করবে সরকার। তিনি বলেন, এই সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন করা হবে এবং নির্ধারিত দামে এসব ওষুধ বিক্রি করতে হবে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডা. সায়েদুর রহমান এসব তথ্য জানান।
তিনি বলেন, অত্যাবশ্যকীয় ওষুধের দাম সরকার নির্ধারণ করলে সাধারণ মানুষ সহজে ওষুধ পাবে। এতে বাজারে ওষুধের দাম নিয়ন্ত্রণে থাকবে এবং ভোক্তারা উপকৃত হবেন।
ডা. সায়েদুর রহমান আরও উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি (PPP) বিবেচনায় রেখে ওষুধ কোম্পানিগুলোর প্রস্তাব যাচাই করে দাম নির্ধারণ করা হবে। আন্ডার পেটেন্ট ও আউট অব পেটেন্ট ওষুধের জন্য আলাদা ক্যাটাগরি তৈরি করা হবে।
তিনি জানান, এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন করা হয়েছিল। টাস্কফোর্সটি ওষুধ উৎপাদন ও বিপণনের সঙ্গে যুক্ত সব অংশীদারের সঙ্গে আলোচনা করেছে। এই কাঠামোই ভবিষ্যতে ড্রাগ প্রাইস অথরিটি হিসেবে কাজ করবে এবং পর্যায়ক্রমে পূর্ণাঙ্গ কর্তৃপক্ষ হিসেবে রূপ নেবে। ফলে ওষুধ প্রাপ্তির পথে বিদ্যমান সমস্যাগুলো দূর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডা. সায়েদুর রহমান জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই নতুন ব্যবস্থা কার্যকর করা হবে।




