ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট টাইটান্স বনাম ঢাকা ক্যাপিটালস-ম্যাচটি দেখুন সরাসরি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের ১৮তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে টুর্নামেন্টের দুই শক্তিশালী দল ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। শীর্ষ লড়াইয়ের এই ম্যাচে টস জিতে শুরুতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক।

টসে জিতে ঢাকার কৌশলী সিদ্ধান্ত

সিলেটের উইকেটে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ‘ডিউ ফ্যাক্টর’ বড় ভূমিকা রাখতে পারে এই হিসাবেই টস জিতে বোলিং করার পথে হেঁটেছে ঢাকা। বিশ্লেষকদের মতে, দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করলে বল ভেজা থাকায় বোলারদের নিয়ন্ত্রণ কঠিন হতে পারে, যা রান তাড়ায় সুবিধা এনে দিতে পারে। ঢাকার এই সিদ্ধান্ত তাই ম্যাচের গতিপথ নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে।

সতর্ক শুরু সিলেট টাইটান্সের

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ধীরস্থিরভাবেই ইনিংস শুরু করেছে স্বাগতিক সিলেট টাইটান্স। ঢাকার পেস আক্রমণের বিপক্ষে শুরুতেই ঝুঁকি নিতে চায়নি তারা। লঙ্কান ও দেশি ওপেনারদের সমন্বয়ে গড়া টপ অর্ডার মূলত উইকেট বাঁচিয়ে রেখে ইনিংস বড় করার পরিকল্পনাতেই এগোচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১.১ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে সিলেটের সংগ্রহ ৫ রান। একটি বাউন্ডারিতে রানের খাতা খুলতেই গ্যালারিতে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

ম্যাচের প্রেক্ষাপট ও প্রত্যাশা

ঘরের মাঠে খেললেও সিলেট টাইটান্স জানে, ঢাকার বিপক্ষে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিতে হলে পাওয়ারপ্লেতে ভালো শুরু জরুরি। অন্যদিকে, ঢাকার লক্ষ্য থাকবে শুরুতেই উইকেট তুলে নিয়ে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। শিশিরের প্রভাব, তারকাসমৃদ্ধ বোলিং আক্রমণ আর টেবিলের শীর্ষ লড়াই সব মিলিয়ে ম্যাচটি যে জমজমাট হতে যাচ্ছে, তা বলাই যায়।

সরাসরি দেখতে এখানে ক্লিক করুন

সংবাদটি শেয়ার করুন