সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বিপিএলের ১৭তম এক জমজমাট ম্যাচ দেখলেন ক্রিকেটপ্রেমীরা। লো-স্কোরিং হলেও ম্যাচটি গড়িয়েছিল শেষ ওভার পর্যন্ত। তবে শেষ পর্যন্ত মাথা ঠান্ডা রেখে ৪ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। নোয়াখালীর দেওয়া ১৫২ রানের লক্ষ্য ১৯ ওভারে পেরিয়ে যায় রাজশাহী।
নোয়াখালীর লড়াই এবং ১৫১ রানের পুঁজি
টসে হেরে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করার চেষ্টা করেছিল নোয়াখালী এক্সপ্রেস। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৫১ রান। রাজশাহীর বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে বড় কোনো জুটি গড়তে না পারলেও শেষ দিকে ব্যাটারদের ছোট ছোট অবদানে একটি চ্যালেঞ্জিং পুঁজি পায় নোয়াখালী। তবে রাজশাহীর শক্তিশালী ব্যাটিং লাইনের সামনে এই রান যে যথেষ্ট ছিল না, তা প্রমাণ হয়েছে দ্বিতীয় ইনিংসে।
লক্ষ্য তাড়ায় রাজশাহীর বীরত্ব
১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই সাবধানী ছিল রাজশাহী ওয়ারিয়র্স। যদিও নিয়মিত বিরতিতে ৬টি উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়েছিল তারা, তবে মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় কোনো অঘটন ঘটেনি। ৬ বল হাতে রেখেই ৬ উইকেট হারিয়ে ১৫২ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী। এই জয়ের ফলে বিপিএলের পয়েন্ট টেবিলে ৩ নম্বর অবস্থানে নিজেদের শক্ত ভিত্তি গড়ল ওয়ারিয়র্সরা।
ম্যাচ সামারি
| দল | রান/উইকেট | ওভার | ফলাফল |
| নোয়াখালী এক্সপ্রেস | ১৫১/৫ | ২০.০ | — |
| রাজশাহী ওয়ারিয়র্স | ১৫২/৬ | ১৯.০ | রাজশাহী ৪ উইকেটে জয়ী |




