জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এবং হল সংসদ নির্বাচনে পরাজয়ের পরও ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব। তিনি বলেন, এই নির্বাচন ছিল সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে রাকিব বলেন, যদিও প্রার্থী হিসেবে আমি হেরে গেছি, তবুও একজন শিক্ষার্থী হিসেবে আমি গর্বিত যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতোই স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই তার লক্ষ্য ছিল শিক্ষার্থীদের স্বার্থে কাজ করা। নির্বাচিত প্রতিনিধিরা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, এটাই তার প্রত্যাশা।
পোস্টে রাকিব জকসু নির্বাচনে জয়ী সব প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত জকসু নির্বাচনে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল থেকে রিয়াজুল ইসলাম ৫,৫৫৮ ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন। ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪,৬৮৮ ভোট।




