ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পাটওয়ারী প্রকাশ করলেন নিজের নির্বাচনী বাজেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নির্বাচনে তিনি মোট ২৭ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা করেছেন, যার মধ্যে মাত্র এক লাখ টাকা নিজের পকেট থেকে ব্যয় করবেন। বাকি ২৬ লাখ টাকা তিনি আশা করছেন ‘স্বেচ্ছাপ্রণোদিত দান’ এবং ‘ক্রাউড ফান্ডিং’ থেকে।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় পাটওয়ারী তাঁর পেশা হিসেবে লিখেছেন ‘মার্কেটিং কনসালট্যান্ট’, আগের চাকরি থেকে বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ৪৫ হাজার ৩৩৩ টাকা এবং পরামর্শক হিসেবে ২ লাখ ২০ হাজার টাকা, মোট আয় ৪ লাখ ৪৭ হাজার টাকা।

তার হাতে নগদ ২৫ লাখ টাকা রয়েছে, তিনটি ব্যাংক হিসাবের মধ্যে দুটি খাতে যথাক্রমে ৮,২৭৫ ও ৯,৭১২ টাকা।

হলফনামায় নিজের ও স্ত্রীর নামে ২২ লাখ টাকার স্বর্ণ ও মূল্যবান ধাতু রয়েছে। মোট সম্পদ দেখানো হয়েছে ৩৬ লাখ ৫৭ হাজার টাকা। পাটওয়ারীর নামে জমি, ফ্ল্যাট, ভবন বা বাণিজ্যিক সম্পত্তি নেই। তিনি ঋণমুক্ত এবং ১৯৯৫ সালের ১ নভেম্বর জন্মগ্রহণ করেছেন।

জাতীয় রাজস্ব বোর্ডে জমা দেওয়া আয়কর রিটার্নে বার্ষিক আয় ৪ লাখ ৪৭ হাজার ৩৩৩ টাকা এবং সম্পদ ২৬ লাখ ৩০ হাজার টাকা দেখানো হয়েছে; যেটির জন্য ৫ হাজার টাকা আয়কর প্রদান করেছেন। তার নামে কোনো চলমান মামলা নেই, পুরনো দুটি মামলায় খালাস পেয়েছেন। এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন পাটওয়ারী।

সংবাদটি শেয়ার করুন