ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যে জেলায়

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা বইছে চায়ের রাজধানীখ্যাত শ্রীমঙ্গলে। শীতের আমেজ ঘিরে রেখেছে চা প্রকৃতিকে। বৃস্পতিবার (৮ জানুয়ারি) শ্রীমঙ্গলে ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

শ্রীমঙ্গলের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার সকাল ৬টায় শ্রীমঙ্গলে তাপমাত্রা রেকর্ড করা হয় ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৯টায়ও একই স্থানে এই তাপমাত্রা পাওয়া যায়।

আবহাওয়া পর্যবেক্ষক আরও বলেন, চলতি শীত মৌসুমে এটিই শ্রীমঙ্গল তথা মৌলভীবাজার জেলার সর্বনিম্ন তাপমাত্রা। সিলেটে আজকের তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সকালে সরেজমিন ঘুরে দেখা গেছে, শ্রীমঙ্গল উপজেলার এবং কমলগঞ্জ উপজেলা সড়কের গাড়িগুলো ঘন কুয়াশার মাঝে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে।
পার্শ্ববর্তী চা বাগানের শ্রমিকরা শীতে জুবুথুবু হয়ে চা বাগানের ভেতর দিয়ে আসা-যাওয়া করছেন।

এদিকে তীব্র শীত থেকে বাঁচতে চা বাগানের শ্রমিক লাইনের গবাদি পশুগুলোর গায়ে পুরাতন বস্তা পেঁচিয়ে রাখা হয়েছে। চা শ্রমিকরা নিজেদের মতো করে আগুন জ্বালিয়ে শরীরে আগুনের উত্তাপ নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন