ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাচ্ছে সরকার

সারা দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রি ও সরবরাহ বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে এলপিজি আমদানি ও স্থানীয় উৎপাদনের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমদানিকৃত এলপিজির ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ এবং দেশীয় পর্যায়ে উৎপাদিত এলপিজির ভ্যাট ৭.৫ শতাংশ নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এলপিজি আমদানিতে বিদ্যমান ভ্যাটহার হ্রাস করে ১০ শতাংশ এবং স্থানীয় পর্যায়ে উৎপাদনের ক্ষেত্রে ৭.৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারের লক্ষ্য হলো ভোক্তা পর্যায়ে গ্যাসের মূল্য চাপ কমানো এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা বজায় রাখা। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, প্রস্তাবিত এই কর কাঠামো পরিবর্তনের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে ইতিবাচক প্রভাব পড়তে পারে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে এলপিজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে ব্যবসায়ীরা সিলিন্ডার সরবরাহ ও বিক্রি বন্ধ করে দেন। বৃহস্পতিবার সকাল থেকেই সারা দেশে এলপিজি সিলিন্ডার বাজারজাত কার্যক্রম কার্যত বন্ধ রয়েছে।

এর ফলে খুচরা বাজারে কোথাও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। হোটেল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো কোনোভাবে বিকল্প ব্যবস্থায় রান্না চালিয়ে নিলেও বহু বাসাবাড়িতে রান্নার চুলা বন্ধ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন