মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতসহ কয়েকটি দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপের একটি বিলের অনুমোদন দিয়েছেন। বিলটি পাস হলে মার্কিন যুক্তরাষ্ট্র এমন দেশগুলোর ওপর কঠোর অর্থনৈতিক ব্যবস্থা নিতে পারবে, যারা রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনে ভ্লাদিমির পুতিনের সামরিক কর্মকাণ্ডকে সমর্থন করছে।
রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম ও ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল এই ‘রাশিয়া স্যাংশন বিল’ প্রণয়ন করেছেন। এতে মার্কিন প্রেসিডেন্টকে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম ও অন্যান্য পণ্য কিনছে এমন দেশগুলোর ওপর সর্বোচ্চ ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের ক্ষমতা দেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো রাশিয়ার অর্থনৈতিক ও সামরিক কর্মকাণ্ডের জন্য অর্থের উৎস সীমিত করা।
সিনেটর গ্রাহাম জানিয়েছেন, বিলটি আগামী সপ্তাহে ভোটাভুটি হতে পারে। তিনি মনে করেন, ইউক্রেন শান্তির জন্য ছাড় দিলেও পুতিনকে দমাতে এই বিল পাস করা গুরুত্বপূর্ণ। বর্তমানে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া কিছু পণ্যে ভারত ৫০ শতাংশ শুল্ক আরোপ করছে, যার মধ্যে ২৫ শতাংশ আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে নির্ধারিত। নতুন বিল পাস হলে এই শুল্ক আকাশচুম্বী হতে পারে, যা দুই দেশের বাণিজ্যে বড় প্রভাব ফেলবে।




