ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের নির্বাচনি মিডিয়া কমিটি গঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্বাচনি প্রচারণাকে শক্তিশালী করতে জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি মিডিয়া উপ-কমিটি গঠন করেছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের অনুমোদনে এই কমিটি ঘোষণা করা হয়।

উপ-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন জাহিদুল ইসলাম রনি, যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনকে। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।

কমিটিতে আরও রয়েছেন—কৃষিবিদ অধ্যাপক আবুল বাশার, সাংবাদিক এরফানুল হক নাহিদ, সাংবাদিক নাজমুল ইমাম, সাংবাদিক মো. ফরহাদুল ইসলাম ফরিদ, সাংবাদিক মোমিন হোসেন, সাংবাদিক রাশেদুল হক, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বিপ্লব, সাংবাদিক আজিজুর রহমান কিরণ, মাসুদ রানা লিটন, মোস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, ডা. এম আর হাসান, কৃষিবিদ নাহিয়ান হোসেন নিনাদ, সাখাওয়াত হোসেন খন্দকার, সাংবাদিক মাহফুজ কবির মুক্তা এবং মো. আবদুল আউয়াল খান। কমিটির সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ইঞ্জিনিয়ার আবু হানিফ।

উপ-কমিটির সদস্যরা নির্বাচনের সময় তারেক রহমানের পক্ষে গণমাধ্যমে ইতিবাচক প্রচার চালানো, তথ্যভিত্তিক সংবাদ পরিবেশন এবং জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করবেন।

সংবাদটি শেয়ার করুন