ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নবম পে-স্কেল: আজ চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা

নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নবম জাতীয় পে-স্কেল নিয়ে আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে কমিশনের সভাকক্ষে বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠক থেকে গ্রেড সংখ্যা ও বেতন কাঠামোসহ গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

বর্তমানে সরকারি চাকরিজীবীদের জন্য ২০টি গ্রেড রয়েছে। তবে বৈঠকে গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব আলোচনায় আসতে পারে। কমিশনের সদস্যদের মধ্যে এ বিষয়ে ভিন্নমত বিদ্যমান। একাংশের মতে, বর্তমান ২০টি গ্রেড বহাল রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করা উচিত। অন্যদিকে, অন্য অংশের ধারণা, গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৬ করা হলে বেতন কাঠামো আরও সহজ ও বাস্তবসম্মত হবে।

জাতীয় বেতন কমিশন জানিয়েছে, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে প্রাপ্ত মতামত গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। পূর্ণাঙ্গ প্রতিবেদনের লেখা প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। কমিশনের লক্ষ্য হলো একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সুপারিশ তৈরি করা।

কমিশন সূত্র আরও জানিয়েছে, আজকের বৈঠকে বাকি বিষয়গুলোতেও সদস্যরা ঐকমত্যে পৌঁছানোর চেষ্টা করবেন। বৈঠকের শেষে সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার সময়সূচিও নির্ধারণ করা হতে পারে। এর আগে কমিশন জানিয়েছিল, সব প্রস্তাব গভীরভাবে পর্যালোচনা করে বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য পে-স্কেল প্রণয়নের কাজ চলছে। প্রয়োজনীয় ঐকমত্য হলে শিগগিরই সরকারের কাছে চূড়ান্ত সুপারিশ পাঠানো হবে।

সংবাদটি শেয়ার করুন