ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে তৃতীয় দিনে ১৩৩ আপিল

আসন্ন নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে তৃতীয় দিনে আরো ১৩১টি আপিলের আবেদন জমা পড়েছে। এ নিয়ে তিন দিনে আপিল আবেদনের সংখ্যা দাঁড়াল ২৯৫।

বুধবার (৭ জানুয়ারি) নির্বাচন কমিশনে এসব আবেদনপত্র জমা দেওয়া হয়। ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান।

এবার নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৭২৩ জনের প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং অফিসাররা। এতে এখন পর্যন্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জনে।

গত সোমবার থেকে এই আপিল আবেদন শুরু হয়েছে।

এর আগে প্রথম দিনে আবেদন জমা পড়ে ৪২টি। দ্বিতীয় দিনে জমা পড়ে ১২২টি আবেদন। আর আজ তৃতীয় দিন আবেদন করা হয়েছে ১৩১টিতে। আগামী ৯ জানুয়ারি পর্যন্ত চলবে এই আপিলের আবেদন।

সংবাদটি শেয়ার করুন