ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

পিএসএল ড্রাফটে নিবন্ধিত হলেন ১০ বাংলাদেশি ক্রিকেটার

আইপিএলে অপ্রত্যাশিত অধ্যায় শেষ হলেও থেমে থাকছেন না মুস্তাফিজুর রহমান। কলকাতা নাইট রাইডার্স হঠাৎ করেই তাকে স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর ক্রিকেটাঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা। ভারত–বাংলাদেশ ক্রীড়া সম্পর্ক নিয়েও তৈরি হয় নতুন করে উত্তেজনা। তবে এই ধাক্কা কাটিয়ে ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে নতুন সুযোগ খুঁজে নিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

আইপিএল থেকে বাদ, তিন দিনের মধ্যেই নতুন ঠিকানা

আইপিএল থেকে বাদ পড়ার মাত্র তিন দিনের মধ্যেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ। পিএসএলের ১১তম আসরে খেলার জন্য ইতোমধ্যে নিজের নিবন্ধন সম্পন্ন করেছেন তিনি। টুর্নামেন্টটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। সেখানে লেখা হয়, ব্যাটাররা সাবধান নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মুস্তাফিজ।

পিএসএল ১১: বাংলাদেশিদের দাপটের সম্ভাবনা

পাকিস্তানি সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএল ১১-এর জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন কার্যক্রম চলমান রয়েছে এবং আগামী ২০ জানুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সুযোগ থাকবে। এই তালিকায় মুস্তাফিজ ছাড়াও সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিদ তামিমসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন। যা এবারের পিএসএলে বাংলাদেশি উপস্থিতিকে আরও আলোচনায় নিয়ে এসেছে।

আইপিএল ও পিএসএল একই দিনে শুরু

চমকপ্রদ বিষয় হলো, এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, ঠিক একই দিনে শুরু হবে আইপিএলও। আট দল নিয়ে আয়োজিত পিএসএল চলবে ৩ মে পর্যন্ত। সূচির এই কাকতালীয় মিল মুস্তাফিজের ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করেছে। গেল আসরে দল না পেলেও এবার তার জন্য সুযোগের দরজা অনেকটাই খোলা বলে মনে করছেন বিশ্লেষকরা।

সাত বছর পর পিএসএলে ফেরা ‘কাটার মাস্টার’-এর

এর আগে ২০১৮ সালে পিএসএলে খেলেছিলেন মুস্তাফিজুর রহমান। লাহোর কালান্দার্সের হয়ে সে আসরে ৫ ম্যাচে শিকার করেছিলেন ৪ উইকেট। সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফিরতে যাচ্ছেন তিনি। দুর্দান্ত ফর্ম ও অভিজ্ঞতা নিয়ে এবারের পিএসএল মুস্তাফিজের জন্য হতে পারে নতুন পরিচয় গড়ার মঞ্চ।

সংবাদটি শেয়ার করুন