ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল সরবরাহের ঘোষণা আসতেই বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরপরই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি হ্রাস পেয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৬০ ডলারের নিচে নেমে যায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৫৬ দশমিক ৪৪ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্তের ফলে ভেনেজুয়েলার তেল রপ্তানিতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। বিশেষ করে চীনে ভেনেজুয়েলার তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। লাতিন আমেরিকার দেশটি দীর্ঘদিন ধরে তার মোট অপরিশোধিত তেলের প্রায় ৮০ শতাংশ চীনে রপ্তানি করত।
এ অবস্থায় চীনকে অন্য উৎস থেকে অপরিশোধিত তেল সংগ্রহে বেশি মূল্য পরিশোধ করতে হতে পারে, যা বেইজিংয়ের জন্য বাড়তি চাপ সৃষ্টি করবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক উত্তেজনাও বাড়াতে পারে।
এ প্রসঙ্গে বুধবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভেনেজুয়েলা তার প্রাকৃতিক সম্পদ ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর পূর্ণ ও স্থায়ী সার্বভৌমত্ব ভোগ করে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ভেনেজুয়েলার তেল হস্তান্তরের দাবি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এবং দেশটির সার্বভৌমত্ব ও জনগণের অধিকার ক্ষুণ্ন করে বলেও মন্তব্য করে বেইজিং।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি এই তেল চুক্তির অর্থ ব্যবস্থাপনা করবেন, যাতে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জনগণ উপকৃত হয়। তিনি আরও জানান, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল জাহাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এনে সরাসরি দেশের আনলোডিং ডকে খালাস করা হবে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি এই তেল চুক্তির অর্থ ব্যবস্থাপনা করবেন, যাতে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জনগণ উপকৃত হয়। তিনি আরও জানান, ভেনেজুয়েলার অপরিশোধিত তেল জাহাজের মাধ্যমে যুক্তরাষ্ট্রে এনে সরাসরি দেশের আনলোডিং ডকে খালাস করা হবে।




