ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বেসরকারি স্কুল-কলেজের জন্য বড় সুখবর

বেসরকারি স্কুল-কলেজ এমপিওভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর আবেদন গ্রহণ করবে, যা চলবে ২৫ জানুয়ারি পর্যন্ত।

এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি বুধবার (৭ জানুয়ারি) জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী।

তিনি গণমাধ্যমকে জানান, নতুন করে এমপিওভুক্ত হওয়ার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই অনলাইনে আবেদন করতে হবে। ২০২৫ সালে প্রণীত স্কুল ও কলেজের এমপিও নীতিমালার আলোকে আবেদন যাচাই-বাছাই করে যোগ্য প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করা হবে।

এদিকে সংশ্লিষ্ট বিভাগ জানায়, নতুন করে এমপিওভুক্ত হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চলতি ২০২৫–২৬ অর্থবছর থেকেই এমপিও সুবিধা পেতে শুরু করবে।

সংবাদটি শেয়ার করুন