ঢাকা | শনিবার
৩১শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৭ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ-চীনের কূটনৈতিক সংলাপে তারেক রহমান

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন  আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করেছেন

বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, এই বৈঠকে বিএনপি’র শীর্ষ নেতৃত্বও উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

বৈঠকের বিস্তারিত বিষয় এখনও প্রকাশ করা হয়নি। তবে রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে মতবিনিময় বিষয়ক আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, ইয়াও ওয়েন এর আগেও বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্যে বিভিন্ন কূটনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। বিএনপি নেতৃত্ব বিভিন্ন আন্তর্জাতিক প্রতিনিধি দলের সঙ্গে নিয়মিত বৈঠক ও মতবিনিময় করে আসছে, যা দেশের রাজনৈতিক ও কূটনৈতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন