যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও স্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স, যিনি ইউটিউবে ‘স্পিড’ বা ‘আইশোস্পিড’ নামে পরিচিত, সম্প্রতি চিতার সঙ্গে দৌড়ের চ্যালেঞ্জে নামেন। শনিবার (৩ জানুয়ারি) নিজের ভেরিফাইড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে তিনি এই দৌড়ের ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে দেখা যায়, দৌড়ের মাঠে ওয়াটকিন্সের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে আছে একটি পূর্ণবয়স্ক চিতা। শুরুতেই ওয়াটকিন্স উৎসাহভরে ঘোষণা করেন, “আজ আমি চিতার সঙ্গে দৌড়াবো।”
তবে দৌড় শুরুর আগে চিতাটি হঠাৎ করে ওয়াটকিন্সের পায়ে আঁচড় দেয়, যার ফলে তার পা থেকে রক্ত বের হতে দেখা যায়। আঘাত পেলেও ওয়াটকিন্স প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। স্টার্টিং লাইনে দাঁড়িয়ে খাঁচার মুখ খোলার সঙ্গে সঙ্গে চিতাটি অতিরিক্ত দ্রুত গতিতে এগোতে শুরু করে। ওয়াটকিন্সও নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চিতার সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করেন।
প্রাথমিকভাবে ওয়াটকিন্স চিতার সমান্তরালে থাকলেও শেষ পর্যন্ত চিতা সহজেই এগিয়ে গিয়ে ফিনিশ লাইনে পৌঁছায়। দর্শকরা তার সাহসিকতা ও প্রাণপণ প্রচেষ্টাকে প্রশংসা করেছেন। বিশ্বের দ্রুততম স্থলচর প্রাণী চিতার গতি ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার পর্যন্ত হতে পারে, যেখানে মানুষের সর্বোচ্চ দৌড়গতিবেগ ঘণ্টায় মাত্র ৪৪.৭২ কিলোমিটার। এই গতিতে ২০০৯ সালে জ্যামাইকার কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট ১০০ মিটার দৌড় সম্পন্ন করে বিশ্বরেকর্ড করেন।
ওয়াটকিন্সের ইউটিউব চ্যানেলে বর্তমানে ৪ কোটি ৭৩ লাখের বেশি অনুসারী রয়েছেন, যারা তার দুঃসাহসী ও অদ্ভুত চ্যালেঞ্জগুলো দেখার জন্য অপেক্ষা করেন। এই ধরনের ভিডিওর মাধ্যমে তিনি কেবল মনরঞ্জনই করেন না, বরং বিপদ ও সাহসের নতুন মাত্রা দর্শকদের সামনে তুলে ধরেন।




