মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে বিভিন্ন ক্যাটাগরির শূন্য পদে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ৩৯টি পদে এ নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ৮ জানুয়ারি সকাল থেকে।
বিজ্ঞপ্তি অনুযায়ী সর্বোচ্চ গ্রেডে মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার (অস্থায়ী রাজস্ব) পদে ১ জন নিয়োগ দেওয়া হবে, যেখানে বেতন স্কেল নির্ধারণ করা হয়েছে ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা। এছাড়া অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার ও উপসহকারী প্রকৌশলী (তড়িৎ) পদে পৃথকভাবে একজন করে নিয়োগ দেওয়া হবে, যাদের বেতন স্কেল ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা।
তড়িৎ ও কারিগরি সংশ্লিষ্ট পদগুলোর মধ্যে রয়েছে ফোরম্যান (তড়িৎ), বেতার মেকানিক, ইলেকট্রিশিয়ান গ্রেড-১, মিটার রিডার, পাওয়ার হাউস ড্রাইভার, কনিষ্ঠ ক্রেনচালক ও টার্নার গ্রেড-২। এসব পদের বেতন স্কেল ৯,৩০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৮,৬৪০ টাকা পর্যন্ত নির্ধারিত।
ড্রাইভার/ফর্কলিফট অপারেটর পদে সর্বোচ্চ ৫ জন নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি সিনিয়ার ডাটা এন্ট্রি অপারেটর পদে ১ জন নিয়োগের সুযোগ রয়েছে। এছাড়া হেলপার (যান্ত্রিক) পদে ১৫ জন, হেলপার (বিদ্যুৎ) পদে ৩ জন, সাবস্টেশন অ্যাটেনডেন্ট ও পাওয়ার হাউস অ্যাটেনডেন্ট পদে মোট ৪ জন নিয়োগ দেওয়া হবে।
প্রার্থীদের বয়সসীমা ১ ডিসেম্বর ২০২৫ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। আবেদন করতে হলে প্রথমে নির্ধারিত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন সম্পন্ন করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
পদের গ্রেড অনুযায়ী আবেদন ফি ভিন্নভাবে নির্ধারণ করা হয়েছে। ১ থেকে ৪ নম্বর পদের জন্য মোট ২২৩ টাকা, ৫ নম্বর পদের জন্য ১৭২ টাকা, ৬ থেকে ১৩ নম্বর পদের জন্য ১২১ টাকা এবং ১৪ থেকে ১৭ নম্বর পদের জন্য ৬৯ টাকা জমা দিতে হবে। অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সব পদের ক্ষেত্রেই আবেদন ফি নির্ধারিত ৬৯ টাকা। আবেদন ফি অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরু হবে ৮ জানুয়ারি ২০২৬ সকাল ৯টা থেকে। আবেদন গ্রহণের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন না করলে তা গ্রহণযোগ্য হবে না।
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইটের মাধমে আবেদন করতে পারবেন।




