ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বনাম নোয়াখালী: ১৪.১ ওভারেই ম্যাচ শেষ-দেখুন ফলাফল

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের ১৫তম ম্যাচে একপেশে লড়াইয়ে বড় জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সাহসী সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক যা ম্যাচ শেষে নিখুঁত কৌশল হিসেবেই প্রমাণিত হয়েছে। নোয়াখালী এক্সপ্রেসের দেওয়া ১৩৪ রানের লক্ষ্য ঢাকা টপকে যায় মাত্র ১৪.১ ওভারেই।

ব্যাটিংয়ে নেমেই বিপর্যয়ের মুখে পড়ে নোয়াখালী এক্সপ্রেস। ঢাকার শৃঙ্খলাবদ্ধ ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়ার স্বপ্ন দ্রুতই ম্লান হয়ে যায়। ইনিংসের শেষ দিকে হায়দার আলী ও মোহাম্মদ নবী কিছুটা চেষ্টা চালালেও ঢাকার বোলারদের চাপের কাছে তা ছিল অপর্যাপ্ত। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে নোয়াখালীর সংগ্রহ দাঁড়ায় মাত্র ১৩৩ রান।

লক্ষ্য তাড়ায় ঢাকার বিধ্বংসী শুরু

১৩৪ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় ঢাকা ক্যাপিটালস। পাওয়ারপ্লেতেই নোয়াখালীর বোলারদের ওপর চড়াও হয়ে ম্যাচের রাশ নিজেদের দিকে ঘুরিয়ে নেয় ঢাকার টপ অর্ডার ব্যাটাররা।

দ্রুত রান তুলতে গিয়ে খুব বেশি ঝুঁকি নিতে হয়নি ঢাকাকে। মাত্র ৩ উইকেট হারিয়ে ১৪.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। হাতে তখনও ছিল ৩৫ বল। ফলে ৭ উইকেটের দাপুটে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ঢাকা ক্যাপিটালস।

পয়েন্ট টেবিলে লাভবান ঢাকা

এই বড় জয়ের ফলে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ঢাকা ক্যাপিটালস। শুধু পয়েন্টই নয়, নেট রান রেটেও এসেছে উল্লেখযোগ্য উন্নতি যা প্লে-অফের লড়াইয়ে বড় ভূমিকা রাখতে পারে। অন্যদিকে নোয়াখালী এক্সপ্রেসের জন্য এটি ছিল আরেকটি হতাশাজনক ম্যাচ, যেখানে ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই দেখা গেছে ঘাটতি।

এক নজরে ম্যাচের ফলাফল

দলরান/উইকেটওভারফলাফল
নোয়াখালী এক্সপ্রেস১৩৩/৬২০.০
ঢাকা ক্যাপিটালস১৩৪/৩১৪.১ঢাকা ৭ উইকেটে জয়ী

সংবাদটি শেয়ার করুন