ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ড. আতাউর রহমানের মৃ’ত্যুতে ঢাবি সাদা দলের শোক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বা‌সের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ক‌রে‌ছে বাংলা‌দেশী জা‌তীয়তাবা‌দে বিশ্বাসী ঢা‌বি শিক্ষক‌দের সংগঠন সাদা দল। আজ বুধবার ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুস সালাম ও অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার স্বাক্ষরিত এক শোকবার্তায় একথা জানানো হয়।

এতে নেতৃবৃন্দ বলেন, আতাউর রহমান বিশ্বাস ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক এবং মুক্তিবুদ্ধি চর্চার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। ইসলামের ইতিহাসের গবেষণায় তার অবদান এবং একজন দক্ষ প্রশাসক হিসেবে তার কর্মতৎপরতা বিশ্ববিদ্যালয় পরিবারের নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। সাদা দলের আদর্শ ও মূল্যবোধ প্রসারে তার বলিষ্ঠ ভূমিকা আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।

তারা বলেন, শিক্ষানুরাগী অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস একজন অত্যন্ত ভালো মানুষ ও গুণী শিক্ষক ছিলেন। তিনি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং সহকর্মীদের কাছে ছিলেন ভীষণ জনপ্রিয়। পেশাগত দায়িত্ব পালনে তিনি ছিলেন অত্যন্ত কর্মনিষ্ঠ এবং ন্যায়পরায়ণ। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। সেইসঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন মরহুম আতাউর রহমান বিশ্বাসকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের এই শোক সহ্য করার তাওফিক দান করেন।

প্রসঙ্গত, বুধবার ভোরে ঢাবির কলা অনুষদ আয়োজিত শিক্ষকদের নিয়ে একাডেমিক রিট্রিট অনুষ্ঠানে সুন্দরবন সফরে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক ড. আতাউর রহমান বিশ্বাস।

সংবাদটি শেয়ার করুন