ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিকেলে ইসির সঙ্গে জামায়াতে ইসলামীর বৈঠক

নির্বাচন কমিশনের সঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছে জামায়াতে ইসলামী। দলটির শীর্ষ নেতাদের সমন্বয়ে গঠিত ছয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন প্রক্রিয়া ও বিভিন্ন সংক্রান্ত বিষয় নিয়ে ইসিকে বিস্তারিত অবহিত করবে।

বৈঠকটি আজ বুধবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে। দলের পক্ষ থেকে বৈঠকে নেতৃত্ব দেবেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

প্রতিনিধি দলে থাকছেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

দলটি আশা প্রকাশ করেছে যে বৈঠকে নির্বাচনী পরিবেশ এবং ভোটারদের সুবিধা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে ইসির সঙ্গে গঠনমূলক আলোচনা হবে, যা ভবিষ্যতের নির্বাচন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুষ্ঠু করতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন