ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

‘অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে’

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ২০২৬-২৭ অর্থবছর থেকে ভ্যাট ব্যবস্থাপনাকে পুরোপুরি অনলাইনভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে। ওই সময় থেকেই আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিলও অনলাইনে বাধ্যতামূলক করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে যে জটিলতা ছিল, তা দূর করতে ইতোমধ্যে প্রয়োজনীয় পরিপত্র জারি করা হয়েছে। যেসব ক্ষেত্রে সার্কেল থেকে এন্ট্রি দেওয়া হয়নি, সেসব পেপার রিটার্নও অনলাইনে এন্ট্রি করা হবে। এনবিআরের কার্যক্রম ধাপে ধাপে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে নিয়ে যাওয়া হবে।

তিনি আরও জানান, এনবিআরের সব কার্যক্রম স্বচ্ছ ও সহজ করতে প্রয়োজনে আইন সংশোধন করা হবে। সরকারের মূল লক্ষ্য হলো করদাতাদের হয়রানি কমানো এবং সেবার মান উন্নত করা।

অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালু হওয়ায় এখন থেকে করদাতারা ঘরে বসেই রিফান্ডের আবেদন করতে পারবেন এবং দ্রুত নিষ্পত্তি পাবেন। এতে ভ্যাট কার্যালয়ে সরাসরি উপস্থিত হওয়ার প্রয়োজন থাকবে না। প্রয়োজনীয় তথ্য বা সহায়তার জন্য সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন