জাতীয় নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি জানিয়েছেন, প্রশাসন একটি দলের প্রতি পক্ষপাতিত্ব করছে বলে আশঙ্কা রয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) সকালে রাজধানীর জামায়াতের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন।
ডা. তাহের বলেন, ‘আবার পাতানো নির্বাচন হলে দেশ আবার ধ্বংসের দিকে যাবে।’ তিনি সরকার ও নির্বাচন কমিশনকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। জামায়াতের পক্ষ থেকে ইইউ প্রতিনিধিদের জানান হয়েছে, তারা আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হওয়ার প্রত্যাশা করছে।
ডা. তাহের এও উল্লেখ করেন, এনসিপি কে ১০টি আসনের বরাদ্দ দেওয়া সংক্রান্ত খবর ভিত্তিহীন। ১১ দলীয় জোটের নির্বাচনি আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা শিগগিরই প্রকাশ করা হবে। ইউরোপীয় ইউনিয়নও এবার নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠানোর পরিকল্পনা নিয়েছে।




