লন্ডনে ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরে প্রথমবারের মতো ১১ জানুয়ারি জন্মভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যাত্রার শুরুতে তিনি উত্তরাঞ্চলের প্রবেশদ্বার সিরাজগঞ্জ জেলায় সদ্য প্রয়াত দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেবেন। দোয়া মাহফিলটি সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় অবস্থিত বিসিক শিল্পপার্কে দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে।
৪০০ একর এলাকায় নির্মিত বিসিক শিল্পপার্কে এখনও কোনো স্থাপনা নির্মিত হয়নি। নিরাপত্তার কারণে চারপাশে বলয় তৈরি করা হয়েছে। জেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতির আশা করা হচ্ছে। এ আয়োজনকে ঘিরে প্রশাসনও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশে ফেরার পর তারেক রহমানের সিরাজগঞ্জ আগমনের খবরে সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে, বিশেষ করে তরুণদের মধ্যে। মাহফিলে তিনি মহান আল্লাহ ও দেশবাসীর কাছে তার প্রয়াত মা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু জানান, দোয়া মাহফিলে শিক্ষক-শিক্ষার্থী, ইমাম-মুয়াজ্জিন, দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। বিএনপির ৬টি সংসদীয় আসনের এমপি প্রার্থী ও স্থানীয় ইউনিটের নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করা হয়েছে। মঞ্চ নির্মাণ কাজ বুধবার থেকে শুরু হবে। তবে তারেক রহমানের আগমনের সময় কোনো আনন্দ মিছিল না করার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, দোয়া মাহফিলের স্থান পরিদর্শন ও প্রস্তুতি নিয়ে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং কোনো কমতি থাকবে না।




