ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপি’র নির্বাচনী মুখপাত্র: কে এই মাহদী আমিন?

যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগবেষক মাহদী আমিনকে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান শিক্ষাগবেষণা উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেনবর্তমানে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর প্রসেস এক্সেলেন্স এন্ড ইনোভেশন-এ তথ্য-প্রযুক্তিগত উৎকর্ষ বিষয়ে শিক্ষক ও গবেষক হিসেবে কর্মরত রয়েছেন। তার পেশাগত অভিজ্ঞতায় আইবিএম, ব্রিটিশ টেলিকম, জাগুয়ার ল্যান্ড রোভার, ওয়েস্টফিল্ড ও লন্ডন ডেভেলপমেন্ট করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অন্তর্ভুক্ত।

মাহদী আমিন দক্ষিণ এশিয়ার আর্থ-সামাজিক উন্নয়ন নীতিমালা নিয়ে গবেষণা করেছেন এবং স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম শ্রেণীতে প্রথম হয়েছেন। তিনি লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকেও পলিটিকাল ইকোনমি অব পাবলিক পলিসি বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তার শিক্ষাগত ও পেশাগত অর্জনকে সম্মান জানিয়ে বিবিসি ইতিমধ্যেই একটি ডকুমেন্টারি তৈরি করেছে।

৫ জানুয়ারি নির্বাচন বয়কটের পর বিএনপি ও তার অঙ্গ-সংগঠন পুনর্গঠনের প্রক্রিয়া শুরু হলেও, এটি প্রথমবারের মতো তারেক রহমান মাহদী আমিনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। মাহদী আমিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ও গণভোট নিয়ে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন।

রবিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রথম বৈঠকের পর কমিটির কার্যক্রম ও দায়িত্ব সম্পর্কে জানানো হয়। কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেন, মুখপাত্র হিসেবে মাহদী আমিন এবং প্রধান সমন্বয়ক হিসেবে ইসমাইল জবিউল্লাহ দায়িত্ব পালন করবেন। বৈঠকে নির্বাচনের জন্য প্রার্থীদের সহযোগিতা, অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপির ভূমিকা এবং অন্যান্য কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে।

এর আগে, ১ জানুয়ারি বিএনপি ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু, আর সদস্য সচিব হয়েছেন অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।

কমিটিতে আরও আছেন: অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান সোহেল, ড. জিয়াউদ্দিন হায়দার, ড. মওদুদ হোসাইন আলমগীর পাভেল, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, ড. সাইমুম পারভেজ, রেহান আসাদ, জুবায়ের বাবু, মেজর জে. (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, ব্যারিস্টার গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, ড. মোহাম্মদ জকরিয়া, মোস্তাকুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ডা. ফরহাদ হালিম ডোনার, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান, অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল, প্রফেসর ডা. হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী হাবলু, ড. কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আনম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, মাওলানা কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিবআনোয়ার হোসেন

নতুন কমিটি বিএনপির নির্বাচন পরিচালনার কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করবে এবং দলের নির্বাচনী নীতি ও পদক্ষেপ বাস্তবায়নে মুখ্য ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন