ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৬.৭ মাত্রার ভূমিকম্পে আতঙ্কিত ফিলিপাইনের দ্বীপবাসী

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দ্বীপাঞ্চলে বুধবার ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছেমার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য নিশ্চিত করেছেতবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নিখবরটি প্রকাশ করেছে রয়টার্স

ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে এবং এর কেন্দ্রস্থল সুরিগাও দেল সুর প্রদেশের হিনাতুয়ান শহরের বাকুলিন গ্রামের প্রায় ৬৮ কিলোমিটার পূর্বে ছিল।ফিলিপাইনের ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থা ফিভোলকস এই ভূমিকম্পের মাত্রা ৬.৪ এবং গভীরতা ২৩ কিলোমিটার হিসেবে উল্লেখ করেছে। সংস্থাটি সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও পরাঘাত (আফটারশক) সম্পর্কে সতর্কতা জারি করেছে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, এখনও কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। হিনাতুয়ানের পুলিশপ্রধান জোয়ি মনাতো বলেন, কম্পন বেশি শক্তিশালী ছিল না, তবে আতঙ্কে স্থানীয়রা ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়েছেন।

ফিভোলকসের পরিচালক তেরেসিতো বাকোলকল বলেন, এই ভূমিকম্পের কেন্দ্রস্থল গত অক্টোবর মাসে সংঘটিত দুটি শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রের খুব কাছাকাছি। ওই ঘটনায় সাতজন নিহত হয়েছিলেন। তিনি আরও জানান, ভূমিকম্পটি গভীরে হওয়ায় ধ্বংসাত্মক সুনামির আশঙ্কা নেই।

উল্লেখ্য, ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থিত হওয়ায় এখানে প্রায়শই ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুন