সুন্দরবন সফরে গিয়ে না ফেরার দেশে চলে গেলেন ইউনিভার্সিটি টিচার্স লিঙ্ক (ইউটিএল)-এর আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বর্তমান চেয়ারম্যান অধ্যাপক আতাউর রহমান বিশ্বাস। তবে তিনি কিভাবে মারা গিয়েছেন তা বিস্তারিত জানা যায়নি।
বুধবার (৭ জানুয়ারি) সকাল দশটায় তার মৃত্যুর বিষয়টি দৈনিক আনন্দবাজারকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমদ।
তিনি বলেন, তারা শিক্ষকরা মিলে সুন্দরবন শিক্ষা সফরে ছিলেন। রাতে সবাই খাওয়া-দাওয়া করে শুতে যান। সিনিয়র শিক্ষকরা সবাই সিঙ্গেল রুমে ছিলেন। রাতে খাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়েন। আজ বুধবার সকালে তাকে ঘুম থেকে ডেকে তুলতে গেলে তখন তিনি দরজা খুলছিলেন না।
প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন বলেন, তিনি যখন দরজা খুলছিলেন না পরে অন্যান্য শিক্ষকরা ভিতরে ঢুকে দেখেন তিনি অচেতন অবস্থায় রয়েছেন। পরে এক ডাক্তার যুগল দেখেন তিনি মারা গেছেন।




