ঢাকা | বৃহস্পতিবার
২৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

৩ দিনের বিরতিতে নীরবতা ভাঙলেন মুস্তাফিজ

সাম্প্রতিক সময়ে মাঠের ক্রিকেটে দারুণ ফর্ম দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। তবে মাঠের বাইরে সময়টা তার জন্য সহজ যাচ্ছে না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চুক্তি বাতিলের বিষয়টি দুই দেশের ক্রিকেট বোর্ডের সীমা অতিক্রম করে সরকার পর্যন্ত পৌঁছেছে। তবু এসব ঘটনাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বাংলাদেশি পেসার।

বর্তমানে মুস্তাফিজ বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলছেন। দলটির পরবর্তী ম্যাচ ৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এর আগে কয়েক দিনের বিরতি পাওয়া দলের খেলোয়াড়রা এই সময় ফুরফুরে মেজাজে কাটাচ্ছেন। মুস্তাফিজও সেই বিরতির সুযোগ কাজে লাগিয়ে মনকে সতেজ রেখেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি ছবি পোস্ট করে লিখেছেন, “নজর মাঠে, মন জয়ের দিকে।”

মাঠের বাইরে কয়েক দিনে মুস্তাফিজকে ঘিরে নানা ঘটনা ঘটেছে। আসন্ন আইপিএল আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বলে ঘোষণা করা হয়েছিলো তাকে। তবে আসর শুরুর আগেই বিসিসিআই-এর নির্দেশে ফ্র্যাঞ্চাইজিটি তাকে স্কোয়াড থেকে বাদ দেয়। নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতির কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আইপিএল ছাড়াও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সঙ্গে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নিরাপত্তা বিষয়ক উদ্বেগ প্রকাশ করা হয়। এর প্রেক্ষিতে দেশীয় অপারেটরদের মাধ্যমে আইপিএলের সবধরনের সম্প্রচার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

মাঠে ফর্ম ধরে রাখার পাশাপাশি মুস্তাফিজের মনোযোগ এখন দলকে জয় পর্যন্ত নিয়ে যাওয়ায়। তিনি প্রমাণ করছেন, মাঠের বাইরের চাপ তাকে প্রভাবিত করতে পারেনি।

সংবাদটি শেয়ার করুন