বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) আসন্ন মৌসুমে খেলবেন। যদিও দল এখনো চূড়ান্ত হয়নি, তবে পিএসএল কর্তৃপক্ষ ইতিমধ্যেই এই তারকা পেসারের যোগদানের খবর নিশ্চিত করেছে।
পিএসএল কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে জানিয়েছে, “ব্যাটাররা সাবধান হও, ফিজ আসছে… মুস্তাফিজুর রহমান এইচবিএল পিএসএল ১১-এ যুক্ত হয়েছেন।”
মুস্তাফিজ বর্তমানে দারুণ ফর্মে আছেন। সদ্য শেষ হওয়া আইএল টি-টোয়েন্টিতে মাত্র ৮ ম্যাচে ১৫ উইকেট শিকার করে সবকিছু দেখিয়েছেন। এছাড়া বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে তিনি নিয়মিত ঝলক দেখাচ্ছেন এবং দলের জয় নিশ্চিত করছেন।
বছর একই সময়ে অনুষ্ঠিত হওয়া আইপিএল-এ খেলার সুযোগ না পেলেও, পিএসএলে খেলবেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশের ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছে এবং জানিয়ে দিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে তারা অনুমতি দেবে না।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ‘সি’ গ্রুপে আছে। গ্রুপের প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
মুস্তাফিজের যোগদান পিএসএল-এ নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে, বিশেষ করে তার ফাস্ট বোলিং এবং ডেথ বোলিং দক্ষতার কারণে।




