দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন কর্মসূচির কথা জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের আওতাধীন সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেশব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা ও প্রশিক্ষণে অংশগ্রহণ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনস্থ স্কুলসমূহের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, একক বিতর্ক ও গজল প্রতিযোগিতা–২০২৬ আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের সব জেলা স্টেডিয়ামে বছরব্যাপী ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন ও কারাতে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এসব প্রতিযোগিতা ও প্রশিক্ষণে অংশগ্রহণ বা রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের কোনো ধরনের ফি দিতে হবে না। আগ্রহী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে।
অংশগ্রহণে আগ্রহীদের জন্য রেজিস্ট্রেশন/আবেদন চলবে ১ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত। সংশ্লিষ্ট প্রতিযোগিতা ও প্রশিক্ষণের জন্য আলাদা আলাদা ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে।
ওয়েবসাইটসমূহ হলো—
চিত্রাঙ্কন: https://art.infostudents.com
কবিতা আবৃত্তি: https://poem.infostudents.com
একক বিতর্ক: https://debate.infostudents.com
গজল: https://gazal.infostudents.com
ক্রিকেট: https://cricket.infostudents.com
ফুটবল: https://football.infostudents.com
ব্যাডমিন্টন: https://badminton.infostudents.com
কারাতে: https://karate.infostudents.com
এছাড়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, ট্যালেন্ট স্পোর্টস লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিতব্য এসব প্রতিযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে আগ্রহী মেধাবী শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
সব মিলিয়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ সারা দেশে সৃজনশীল ও ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণের নতুন সুযোগ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।




