ঢাকা | শুক্রবার
৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ,
১৬ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

থাইল্যান্তে বিনা খরচে অধ্যয়নের সুযোগ, থাকছে মাসিক ভাতা

থাইল্যান্ডের স্যারিনদ্রন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (SIIT) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ঘোষণা করেছে। এই সুযোগের আওতায় শিক্ষার্থীরা স্নাতকোত্তর (মাস্টার্স) ও পিএইচডি প্রোগ্রামে বিনা খরচে অধ্যয়ন করতে পারবেন। বাংলাদেশসহ বিশ্বের সব দেশ থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬।

স্যারিনদ্রন ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (SIIT) ১৯৯২ সালে থাইল্যান্ডের থাম্মাসাত ইউনিভার্সিটির অধীনে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়। SIIT দ্রুতই গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে নিজেদের অবস্থান শক্তিশালী করেছে এবং পূর্বে অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এক্সচেঞ্জ প্রোগ্রাম পরিচালনা করেছে। বর্তমানে তারা ফুল ফান্ডেড স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের সুযোগ দিয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সমৃদ্ধ গবেষণার পরিবেশ নিশ্চিত করছে।

সুবিধাসমুহ

মাস্টার্স এবং পিএইচডি উভয় প্রোগ্রামের সম্পূর্ণ টিউশন ফি কাভারেজ;

গবেষণা এবং থিসিসের জন্য পূর্ণ সহায়তা;

মাসিক ভাতা: ১০,০০০ বাথ;

রাউন্ড ট্রিপ এয়ার টিকিটের ব্যয় কাভারেজ (ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট);

ভিসা, স্বাস্থ্যবিমা এবং অন্যান্য খরচের জন্য সর্বোচ্চ ১০,০০০ বাথ অতিরিক্ত সহায়তা;

আবেদনের যোগ্যতা

আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

SIIT-এর প্রদত্ত প্রোগ্রামগুলোর যেকোনো একটি বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী হতে হবে;

পূর্ববর্তী অ্যাকাডেমিক রেজাল্টে শীর্ষ ২০ শতাংশের মধ্যে থাকতে হবে;

দুটি সুপারিশপত্র জমা দিতে হবে;

শারীরিকভাবে সুস্থ হতে হবে;

বর্তমানে অন্য কোনো বৃত্তি বা গ্রান্ট গ্রহণ করলে এই বৃত্তির জন্য যোগ্য হবেন না;

প্রয়োজনীয় নথিপত্র

জীবনবৃত্তান্ত (সিভি);

পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্র;

গবেষণাপত্র বা প্রকাশনা (যদি থাকে);

সাম্প্রতিক ছবি;

স্টেটমেন্ট অব পারপাস (SOP);

দুটি সুপারিশপত্র;

ইংরেজি ভাষারদক্ষতার সনদ (যদি থাকে);

আবেদন পদ্ধতি

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ মার্চ ২০২৬ তারিখ।

আগ্রহীরা আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন…

সংবাদটি শেয়ার করুন