বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান পাকিস্তান সফরে পাকিস্তান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য পাকিস্তান-চীনের যৌথভাবে তৈরি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানের সম্ভাব্য ক্রয়সহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের বিমান বাহিনী প্রধানরা জেএফ-১৭ থান্ডারের সম্ভাব্য ক্রয়, অপারেশনাল সহযোগিতা, প্রশিক্ষণ, প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, পুরোনো বহরের রক্ষণাবেক্ষণ এবং অ্য্যারোস্পেস প্রযুক্তিতে যৌথ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন।
বৈঠকে পাকিস্তান বিমান বাহিনীর প্রধান তাদের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন এবং বুনিয়াদি থেকে উন্নত উড্ডয়ন ও বিশেষায়িত কোর্স পর্যন্ত একটি পূর্ণাঙ্গ প্রশিক্ষণ কাঠামোর মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীকে সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এছাড়াও পাকিস্তান বিমান বাহিনী প্রধান সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ এবং এর সঙ্গে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও সহায়তা ব্যবস্থা প্রদানের আশ্বাস দেন।
বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান বৈঠকে পাকিস্তানের যুদ্ধ-অভিজ্ঞতা ও অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন এবং পুরোনো বহরের রক্ষণাবেক্ষণ ও আকাশসীমা নজরদারিতে এয়ার ডিফেন্স রাডার একীভূতকরণের সহায়তা চেয়েছেন।
আইএসপিআর আরও জানিয়েছে, ইসলামাবাদ সফরে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানকে গার্ড অব অনার প্রদান করা হয়। এছাড়া বাংলাদেশি প্রতিনিধি দল পাকিস্তান বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করেছেন। এই সফর দুই দেশের ঐতিহাসিক সম্পর্ককে জোরদার করেছে এবং প্রতিরক্ষা সহযোগিতা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্বের অঙ্গীকার আরও দৃঢ় করেছে।




